আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার সেই তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলা হয়েছে।
আজ বুধবার বিকেল চারটায় ঢাকা প্রমিলা দল বনাম জয়পুরহাট প্রমিলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করেন।
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রমিলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এসময় জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস,এম রাশেদুল আলম সবুজ উপস্থিত ছিলেন।
প্রমিলা ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দর্শকেরা মাঠে আসতে শুরু করেন। বিকেল চারটায়য় পুরো মাঠটি দর্শকে কানায়-কানায় প‚র্ণ হয়ে যায়। খেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করেছেন। সেনাবাহিনী একটি দলও এসেছিল। যখন নারী ফুটবলাররা মাঠে নামেন তখন উৎসুক দর্শকেরা কড়তালি তাঁদের স্বাগত জানান। প্রমিলা ফুটবল ম্যাচে স্বাগতিক প্রমিলা জয়পুরহাট দল এক গোলে জয়ী হয়। বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। লতা পারভিন ম্যাচটি পরিচালনা করেন। স্বপ্না ও রহিমা তাতে সহযোগিতা করেন।
প্রমিলা ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরী বলেন, ভ‚ল বুঝাবুঝির কারণে একটি উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল। দুই পক্ষই তাঁদের ভ‚ল বুঝতে পেরেছেন। যাঁরা ঘটনা ঘটিয়েছিলেন তাঁরা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। আসলে তাঁদের খেলায় বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল না।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা ম‚ল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে গত বুধবার (২৯ জানিয়ারি) জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় আয়োজকেরা। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান (ইমন)। খেলার আগের দিন মঙ্গলবার বিকেলে একদল মুসল্লী ও মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়ে হামলা চালিয়ে খেলার মাঠে বেড়া ভাঙচুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে ভাঙচুরের দৃশ্য প্রচার করা হয়। ওই ঘটনার পর আয়োজকেরা বুধবার বিকেলের প্রীতি নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন। এঘটনায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। দুটি কমিটিই তদন্ত করেছে। তদন্তের আগেই ভাঙচুরে জড়িতরা অনুতপ্ত হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এরপর উপজেলা প্রশাসন তারুণ্যে উৎসব উপলক্ষে আজ বুধবার একই মাঠে প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করে।
মনজুরুল আলম বলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী ফুটবল খেলাকে ঘিরে ভ‚লবোঝাভোঝির কারনে একটি ঝামেলা তৈরি হয়েছিল। আজ এই খেলার মাধ্যমে সেটির সমাধাণ হতে যাচ্ছে। এখানে নারী দর্শক সহ প্রায় সাড়ে দশ হাজার দর্শক এই মাঠে খেলা দেখেছেন। খেলায় জেলা প্রশাসকসহ জেলার সমস্থ কর্মকর্তারা এই মাঠে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে খেলাটি শেষ হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, খেলার আগের দিন থেকে তিলকপুরে আইনশৃংখলা রক্ষায় পুলিশের উপস্থিতি ছিল। আজ খেলা চলাকালীন সময়ে মাঠের চতুর পাশে পুলিশ উপস্থিত ছিলো। শান্তিপূর্ণভাবে পুরো খেলা শেষ হয়েছে।