ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে ইটভাটায় জরিমানা

স্টাফ রিপোর্টার :
মার্চ ৬, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুরে গত মঙ্গলবার (৪ মার্চ) ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন ইট ভাটার মালিক ও শ্রমিকরা। তার দুই দিনের মাথায় ইট ভাটায় হাজির ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার শান্তা গুড়কিতে অবস্থিত আল-ফালাহ্ ব্রিকস নামের ইটভাটায় লাইসেন্স না থাকার দায়ে মালিকের প্রতিনিধি এএম এনামুল কবীর (৪৬) কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, পৌর এলাকায় আক্কেলপুর-সান্তাহার সড়কের পাশে ফসলী জমির মধ্যে গড়ে উঠে ইটভাটা। কাগজে কলমে মালিকের নাম উম্মে আয়মান রায়হানা। কিন্তু ভাটাটি পরিচালনা করেন তার স্বামী এএম এনামুল কবীর। দীর্ঘ দিন পার হলেও তাদের নেই কোন লাইসেন্স। এমন খবরে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক এ.কে.এম জিয়াউল হকের উপস্থিতিতে ওই ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আল-ফালাহ্ ব্রিকসের মালিকের স্বামী এএম এনামুল কবীর বলেন, আমাদের এই ইট ভাটা পৌরসভা স্থাপিত হওয়ার অনেক আগেই অন্য মালিক তৈরী করেছিল। পরে আমরা কিনে নিয়ে গত বছর থেকে ব্যবসা পরিচালনা করছি। ভাটাটি পৌর এলাকায় হওয়াই লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র পাইনি।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এ.কে.এম জিয়াউল হক বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অবৈধ ইট ভাটা গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তার মধ্যে ওই ভাটায় পৌর এলাকার ভেতরে অবস্থিত এবং তাদের লাইসেন্স ও পরিবেশের কোন ছাড় পত্র নাই। তাই তাদের জরিমানা করা হয়েছে। এই উপজেলায় আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সেখানেও অভিযান চালানো হবে।

সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। পরে পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধভাবে টায়ার পুড়িয়ে জ্বালানী তেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তাদের নোটিশ দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।