পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সহনীয় রাখতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এসময় জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতের আমীর মাও. শফিউল হাসান দিপু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, বাইতুল মাল সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন প্রমুখ।
মিছিল শেষে বক্তরা রমজনের পবিত্রতা রক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সহনীয় পর্যায়ে রাখার দাবি করেন।