ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল

admin
মার্চ ১১, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাটের কালাই উপজেলা শাখার আয়োজনে (১১মার্চ) মঙ্গলবার কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক ফেডারেশন কালাই উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এর সভাপতিত্বে মাহে রমযানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও হানাইল নো’মানীয়া কামিল মাদরাসার প্রভাষক মোঃ মাহমুদুল হাসান, কালাই মাদরাসা শিক্ষক পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি ও পুর এম ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মুফতি মোঃ সাহেব আলী, মাধ্যমিক বিদ্যালয় বিভাগের সভাপতি ও জামুড়া- বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম,প্রাথমিক বিদ্যালয় বিভাগের সভাপতি, এবতেদায়ী বিভাগের সভাপতি মোঃ মোনতাহার হোসেন সহ প্রমুখ।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন বেগুনগ্রাম ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোঃ নুরুজ্জামান সরকার। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ছিলিমপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী ও মাদরাসা শিক্ষক পরিষদ কালাই উপজেলা শাখার সহসভাপতি মাওলানা খাইরুল ইসলাম।