ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে দারিদ্র্য দূরীকরণে যাকাত শীর্ষক সেমিনার

admin
মার্চ ১১, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

কালাইয়ে যাকাত প্রদানে উদ্ধুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) সকাল ১০টায় কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন,  যাকাত প্রদানে উদ্ধুদ্ধকরণের জন্য সকল দফতরে এবং  রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে চিঠি যাবে। এসময় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা  মাহবুব উল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, উপজেলা জামাআতের আমীর মুনছুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং  শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।