ঢাকা বিভাগীয় প্রধান মোঃ জিল্লুর রহমান) :
গতকাল ১৪ ফেব্রæয়ারী বিকেল ৪টায় গাজীপুরে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সৌজন্যে শ্রমিকদর নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিটির নিজস্ব কার্যালয় কোণিয়া বড়বাড়ীতে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান শামিম। এ সময় বক্তব্য দানকালে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ‘ডেভিল হান্ট’ অভিযান চলছে। উক্ত অভিযানে যেন কোন সাধারন মানুষ চক্রান্তের স্কীকার হয়ে গ্রেফতার না হয় সে জন্য সজাগ থাকতে হবে সবাইকে। তিনি আরো বলেন গাজীপুর সহ দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু অনেক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিষোধ করা হয়নি। আগামী রমযানের পূর্বে বন্ধ কারখানার সকল শ্রমিকদের সকল প্রকার বকেয়া পাওনা পরিশোধ করার জন্য কারখানা কতৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন তিনি। বক্তব্য দান কালে মোঃ সাদেকুর রহমান শামিম বলেন যে, সকল মাতৃত্বকালীন ছুটির টাকা নিয়মতান্ত্রিক ভাবে পরিশোধ করা হয় না সে সকল কারখানা কতৃপক্ষের নিকট উদ্যেগ প্রকাশ করেন তিনি। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট জিয়াউল কবীর খোকন। জেলার সাংগঠনিক সার্বিক রিপোর্ট পরিবেশন করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম। উক্ত সাধারণ সভায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।