ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্যে প্রধান অতিথি তাঁর শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে সকল শিক্ষার্থীকে অসৎ সঙ্গ পরিহার এবং সৎ চরিত্রের জীবন গঠনের আহ্বান জানান। প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন তাঁর বক্তব্যে উচ্চ শিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষাগুরুর আদেশ মেনে চলার নির্দেশ প্রদান করেন।
সহকারি শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট মহিলা কলেজের প্রদর্শক নুরুজ্জামান রুবেল, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, সাবেক প্রধান শিক্ষক মতলেবুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল জব্বার, আব্দুল সাত্তার ফারুকী, উম্মে কুলসুম প্রমুখ।
এ সময় ২০২৪ সালে ১৭ জন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সপ্তম, অষ্টম নবম ও দশম শ্রেণির ১ম, ২য়, ৩য় রোল নং প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতায় সকল শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দৌড়, বিস্কুট দৌড়, চামচ দৌড়, হাড়িভাঙ্গা, বালিশ বদল, সাইকেল খেলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি ১৯ টি ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।