নওগাঁ প্রতিনিধি: স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে শহরের মুক্তি মোড় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখা বন্ধ করা। ২০১০ সালের সরকারি ম্যাটস থেকে পাসকৃত ছাত্রদের বিএমডিসির রেজিস্ট্রেশন দেয়া বন্ধ করা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
এছাড়া বক্তারা আরও বলেন, প্রতিবছর ৮ থেকে ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। প্রতিবছর নিয়োগ কার্যক্রম চলমান থাকলে স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট দূর হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নেরও দাবি জানানো হয়।
সারাদেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা।
দাবি আদায়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাশ পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউনের ঘোষনা দেন আন্দোলনকারীরা।