ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

admin
মার্চ ৭, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ শিববাটী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাজু হোসেন একই এলাকার  এরশাদ হোসেনের বড় ছেলে। খরব পেয়ে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
 স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত রাজু হোসেন তিনটি বিবাহ বন্ধনে লিপ্ত ছিলেন এবং মাদক সেবনে জড়িত থাকায় তিনজনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। সংসারে অভাব অনটন ও আর্থিক দৈন্যতার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় সময় মাদক সেবনের টাকার জন্য বিবাদ তৈরি হতো। মাদক সেবনের টাকা না পেলে বাবা-মাসহ পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতো। ইতিমধ্যে গত বৃহস্পতিবার দুপুরে রাজু হোসেন তার মায়ের নিকট মাদক সেবনের জন্য টাকা চাইলে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন বিকালে শংকরপুর মৌজার মাঠের মধ্যে একটি বাগানে জামগাছে গলায় রশ্মি বেঁধে ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন। পরে নিহতের পিতা সন্ধ্যায় ছেলের বিরুদ্ধে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন এবং ছেলের আত্মহত্যার পেছনে কোন অভিযোগ নেই বলে নিশ্চিত করেন নিহতের পিতা এরশাদ হোসেন।
ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।