- ">

” দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক যন্ত্রের প্রর্দশন ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আমিন ফকির প্রমুখ।
এর আগে শহরের পাঁচমাথা এলাকায় পাঁচবিবি ফায়ার ষ্টেশনের কর্মীরা বিভিন্ন দূর্যোগ সময়ে অগ্নি নির্বাপক যন্ত্রের প্রর্দশনী ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শণ করেন।