ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে নিয়ম বহির্ভূতভাবে অগভীর নলকূপ স্থাপনের অভিযোগ

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মৌজায় অগভীর নলকূপ থাকা সত্ত্বেও অপর একজনকে নিয়ম বর্হিভূত ভাবে অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করায় উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মহিপুর গ্রামের মৃত মতিরাম হেমরমের পুত্র মাইকেল হেমরম।
আজ (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে মহিপুর গ্রামের নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিপুর মৌজায় ৫৮৪ দাগে গত ২০১৯ সালের ১২ এপ্রিল উপজেলা সেচ কমিটি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ৬০৮৭ ) হয়ে অগভীর নলকূপ স্থাপন করে সেচকার্য পরিচালনা করে আসছি। এমতাবস্থায় গত কয়েক মাস পূর্বে তার স্কীম এরিয়ার মধ্যে প্রতিবেশী শ্রী ধীরেন মুর্মুকেও বিধি বর্হিভূত ভাবে অগভীর নলকুপ স্থাপনের লাইসেন্স প্রদান করা হয়। যা পানি সেচ প্রকল্প আইনের বহির্ভূত।
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ২০১৯ সালের ২৫শে মে একটি সেচ সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করেন। সেই অনুযায়ী একটি অগভীর নলকূপ থেকে আরেকটি অগভীর নলকূপের দূরত্ব ১২১০ ফিট। অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা সেচ কমিটি ধীরেন মুর্মুকে ২৭০ ফিট দূরত্বের মধ্যে সেচ লাইসেন্স প্রদান করেন। যাহা জারিকৃত প্রজ্ঞাপনের পরিপন্থি । তাই তার নিয়ম বর্হিভূত ভাবে স্থাপিত অগভীর নলকূপের লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ বাতিলের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে প্রতিপক্ষ ধীরেন মুরমুর সঙ্গে কথা বলতে গেলে সে না থাকায় তার ছেলে পবিত্র মুরমু বলেন, আমাদের নিজেদের জমিতে সেচ দেওয়ার জন্য লাইসেন্স গ্রহণ করে সেচ কার্য পরিচালনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সেচ কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, সেচ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছি এবং সেগুলোর তদন্ত রির্পোট এসেছে। আগামী সেচ কমিটির সভায় প্রাপ্ত তদন্ত রির্পোট ও আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।