পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকারঃ
রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আজ ৬ ফেব্রুয়ারি ছিলো সদস্যপদ প্রত্যাহার এবং আপত্তিকৃত পদের বিপরীতে সিদ্ধান্ত ঘোষণা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অত্র নির্বাচনে মোট ১৩ টি পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন কিন্তু ৫০ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
তার মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৫ জন, অর্থ সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৫ জন এবং কার্যনির্বাহী সদস্য দুই পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে কাগজপত্র অসম্পন্ন থাকায় ২ জনের প্রার্থীতা বাতিল হয় তারা হলেন, সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ বাবু। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২২ ফেব্রুয়ারি চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে সভাপতি প্রার্থী শাহাদত হোসেন শাদো, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী শামসুজ্জোহা ও অর্থ সম্পাদক পদপ্রার্থী কাজী নেওয়াজ পারভেজ তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থীতা চ্যালেঞ্জ করে অভিযোগ দাখিল করলেও শেষ পর্যন্ত তা গঠনতন্ত্র মোতাবেক খারিজ করা হয় বলে নির্বাচন কমিশন জানান।