পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকারঃ
রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আজ ৮ ফেব্রুয়ারি ছিলো প্রতীক বরাদ্দ শেষ দিন নির্বাচন কমিশনার প্রার্থীদের স্বশরীরে উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ১৩ টি পদে ৫০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বদীতায় লড়বেন। আগামী ২২ ফ্রেব্রæয়ারী ভোট গ্রহন হবে।
এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৫ জন, অর্থ সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৫ জন এবং কার্যনির্বাহী সদস্য দুই পদের বিপরীতে ১১ জন প্রার্থীরা এই নির্বাচনে প্রতিন্দিতা লড়বেন। বিকেল ৫টা থেকে নির্বাচনের প্রচারনা শুরু করতে পারবেন প্রার্থীরা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারনা। প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ জানান আমরা ২২ ফ্রেব্রæয়ারীর ভোট গ্রহনের কার্যক্রম এর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।