
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে মাসে একবার ১৫টাকা দরে ৩০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টের জন্য নতুন ১৬জন ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় লটারী অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লটারীর মাধ্যমে খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে রাণীনগর বাজার খাদ্য গুডাউন গেইট পয়েন্টের জন্য ২৩টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১২টি আবেদনপত্র বৈধ হয়। বৈধ আবেদনের মধ্যে লটারীতে মো: মামুনুর রশিদের নাম ওঠে। এছাড়া সিম্বা বাজার পয়েন্টের জন্য ৪টি আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী শ্রী দিবাকর চন্দ্র সরকারের নাম প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে সাহানাপাড়া পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৫টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী মো: গোলাম মোস্তফাকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া ত্রিমোহনী বাজার পয়েন্টে ৩টি আবেদনপত্র জমা পরে। আবেদনের মধ্যে লটারীতে ওঠা নামের ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান ও অন্য আবেদনকারীদের অভিযোগ থাকায় পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ওই পয়েন্টের জন্য প্রাথমিক ভাবে নাম ঘোষণা করা হবে।
বড়গাছা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে বড়গাছা পয়েন্টের জন্য ৮টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭টি বাতিল হলে বৈধ আবেদনকারী তানভীর আহমেদ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়। ভাটকৈ বাজার পয়েন্টের জন্য ২টি আবেদনপত্র জমা পরে। একজন আবেদনকারী তার আবেদন প্রত্যাহার করে নিলে অপর আবেদনকারী মন্টু সেপাইকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।
গোনা ইউনিয়ন পরিষদের দুটি পয়েন্টের মধ্যে বেতগাড়ী বাজার পয়েন্টের জন্য ৩টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২টি আবেদনপত্র বাতিল হওয়ায় বৈধ আবেদনকারী সোহেল রানাকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া গোনা বাজার পয়েন্টের জন্য প্রাপ্ত আবেদনপত্রের সকল আবেদনপত্রই প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার কারণে পরবর্তিতে আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক নাম ঘোষণা করা হবে।
মিরাট ইউনিয়নের দুটি পয়েন্টের মধ্যে জামালগঞ্জ পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল করা হয়। বৈধ ২টি আবেদনের মধ্যে লটারীতে ওহিদুল ইসলামের নাম ওঠে। এছাড়া আতাইকুলা পাগলির মোড় পয়েন্টের জন্য ৪টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আহসান হাবীবকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে রাতোয়াল বাজার পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হয়। বৈধ আবেদনপত্রের মধ্যে লটারীতে মোছা: রশিদার নাম ওঠে। এছাড়া কুতকুতিতলা পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আবু বক্কর সিদ্দিককে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।
একডালা ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে আবাদপুকুর বাজার পয়েন্টের জন্য ৫টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী সবুজ আলীকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়। এছাড়া জলকৈ বাজার পয়েন্টের জন্য ২টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনকারী আকরাম হোসেনকে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়।
পারইল ইউনিয়ন পরিষদের ২টি পয়েন্টের মধ্যে ভান্ডারগ্রাম বাজার পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনের মধ্যে লটারীতে আব্দুল মজিদ প্রামাণিকের নাম ওঠে। এছাড়া বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের জন্য ৬টি আবেদনপত্র জমা পরে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদনপত্র বাতিল হলে বৈধ আবেদনের মধ্যে লটারীতে শহিদুল ইসলামের নাম ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই অন্তে প্রকাশ্যে লটারীর মাধ্যমে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে নামের তালিকা জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। জেলা কমিটি প্রাথমিক ভাবে বিজয়ী ডিলারদের নামের তালিকাকে চ’ড়ান্ত ভাবে অনুমোদন দিলেই আমরা ডিলারদের চ’ড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করবো। আর চ’ড়ান্ত ভাবে নিয়োগের পরেই চলতি মাস থেকেই ডিলাররা তাদের কার্যক্রম শুরু করবেন। যেহেতু ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে তবুও যদি কারো কোনো বিষয়ে কোন অভিযোগ থাকে তাহলে নিয়ম মাফিক সেই অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ রইলো।