বগুড়ার আদমদীঘির সান্তাহারে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে ছেলে ফিরোজ হোসেন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। ফিরোজ উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কুচকুঁড়িপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তার দাদীর শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রামের এক মেয়ের সাথে ফিরোজের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে সে বিয়ে করতে চান। কিন্তু তার বাবা-মা বিয়েতে মত না দেওয়ায় অভিমান করে দাদীর শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, পারিবারিক কলহের কারনে ফিরোজ অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।