ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রমযানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে- ডাঃ সুজাউল করিম

admin
মার্চ ১৩, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মহান আল্লাহ রমযান আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য দান করেছে। তাই এ মাসে সিয়াম-কিয়াম সহ বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে নিজেদের নাজাতের পথ তৈরি করতে হবে। তিনি রমযানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান।

১২ ই মার্চ ১১ই রমজান বুধবার বিকেলে পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামের আমীর ডাঃ সুজাউল করিম এসব কথা বলেন।

বালিঘাটা ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ নূর বক্স মন্ডল ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু প্রমুখ।

বিশেষ অতিথি  আবু সুফিয়ান (মুক্তার) বলেন,দেশকে অপশাসন-দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে  কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শেষে দোয়া মুনাজাত ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।