ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির উচনা সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মার্চ ১৫, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবির উচনা  সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ২০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

শুক্রবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে  এ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও এ্যাম্পল উদ্ধার করে তারা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের ভারতীয় আমদানী নিষিদ্ধ  ৮৬৮ বোতল ফেনসিডিল ও  ৯৮০ পিস এ্যাম্পল। যার আনুমানিক সিজার মূল্য প্রায় পোনে ৬ লক্ষ টাকা।

হাটখোলা বিওপি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে মাদক কারবারীরা সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।