
বগুড়ার দুপচাঁচিয়ায় গত বুধবার (১৯ মার্চ) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলার পলিপাড়া গ্রামের মোজাহারের ছেলে বাপ্পি (২৫) এবং চুরি মামলায় উপজেলার মহাকুড়িগ্রামের ফুলবর এর ছেলে আরাফাত সরদার (২০)। পুলিশ গতকাল বৃহস্পতিবার আসামিদেরকে বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।
দুপচাঁচিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।