ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৬ ডাকাত সহ ১ টিকটকার গ্রেফতার।

admin
মার্চ ২১, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ৬ ডাকাত এবং ১ টিকটকার
দেশীয় অস্ত্র সহ গ্রেফতার হয়েছে গাজীপুর মেট্রোপলিটন
পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে টহল টিমের হাতে গত ১৯মার্চ
২০২৫ইং তারিখ বুধবার। ২০ মার্চ গাজীপুর মেট্রোপলিটন
পুলিশের গোয়েন্দা (দক্ষিণ)এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব
মহিউল আলম নিজ কার্যালয়ে প্রেসবিফ্রিয়ের মাধ্যমে নিশ্চিত
করেছেন। আটককৃতরা হলো (১) মোঃ আরিফুল ইসলাম মোফাজ্জল
(৩২),পিতা-রফিজ উদ্দীন,মাতা: খোদেজা বেগম,০৭ নং বøক, এরশাদ
নগর,থানা: টঙ্গী-পূর্ব, জিএমটি গাজীপুর। (২) মোঃ জুম্মান
মিয়া(২৩) পিতা-মোঃ রোমস্তম মিয়া,সাং-০৬ নং বøক, এরশাদ
নগর,থানা: টঙ্গী-পূর্ব, জিএমটি গাজীপুর। (৩) মোঃ শিপন
হোসেন (১৮), পিতা-মোঃ আমির হোসেন, মাতা- শিউলী বেগম,
সাং-০৩ নং বøক, এরশাদ নগর,থানা: টঙ্গী-পূর্ব, জিএমটি
গাজীপুর। (৪) মোঃ জীবন মিয়া (২৫), পিতা- মোঃ আঙ্গুর
মিয়া,মাতা-সাহিদা বেগম,সাং- দক্ষিণ মনদুয়ার, থানা-
সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা। (৫) মোঃ রনি (২২) পিতা-বাদশা,
মাতা- মোছাঃ রেনু, সাং-০৪ নং বøক, এরশাদ নগর,থানা: টঙ্গী-
পূর্ব, জিএমটি গাজীপুর। (৬) মোঃ সোহেল (২৬), পিতা- মোঃ
বাবুল হোসেন, মাতা- মোছাঃ আয়েশা, সাং-০২ নং বøক, এরশাদ
নগর,থানা: টঙ্গী-পূর্ব, জিএমটি গাজীপুর এবং (৭) টিকটকার
মোঃ মুক্তার হোসেন (২৩) পিতা- মোঃ সেলিম,মাতা-সুরিয়া
বেগম, সাং-০১ নং বøক, এরশাদ নগর,থানা: টঙ্গী-পূর্ব, জিএমটি
গাজীপুর। উক্ত গ্রেফতারকৃতদের নিকট থেকে ডকাতি কাজে
ব্যবহার করা তিনটি স্টীলের চাপাতি,একটি স্টীলের সুইচ গিয়ার
চাকু, একটি স্টীলের ফোল্ডিং চাকু, একটি স্টীলের তৈরি চাকু,
তিনটি মোবাইল ফোন,একটি এইচপি ইলিটবুক মডেলের ল্যাপটপ,
দুটি মোটর সাইকেল এবং একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার ছিনতাইকারী। গাজীপুর
মহনগরের টঙ্গী সহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মোবাইল,
টাকা পয়সা ছিনতাই করাই তাদের একমাত্র পেশা জানা গেছে।
গ্রেফতারকৃতদের নামে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন
রয়েছে বলে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজীপুর
মেট্রোপলিটন পুলিশ,গাজীপুর, সূত্র জানিয়ে।