ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জনপ্রিয় সংবাদ
  8. জাতীয়
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিল্প ও সংস্কৃতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে সুধীজনদের সন্মানে জিয়া পরিষদের ইফতার ও দোয়া  মাহফিল

admin
মার্চ ২৮, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোকাররম হোসাইন
কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালাই উপজেলা ও পৌর জিয়া পরিষদের আয়োজনে আজকের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে কালাই বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজান আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, কালাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারন সম্পাদক শামীম রেজা, পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক রেজুওয়ানুল ইসলাম শাহী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন, সহ বিএনপি সমমনা দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালাই জিয়া পরিষদের সহ-সভাপতি ও কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ এম এ করিম।

দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন আগত রোজাদাররা।