দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গতকাল সোমবার বিকালে দুপচাঁচিয়া উপজেলায় সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে পশ্চিমা বিশ্বের মদদে গাজায় ইজরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির নেতা অধ্যাপক শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ঈমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওমর আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি সাইফুল ইসলাম, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ঈমাম মাওলানা মুফতি জুবায়ের হোসেন, গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, আবরারুল হক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোত্তাকিম, হাফেজ আব্দুর নূর, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।