জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরি হওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে কয়েকটি ট্রাক দিয়ে ফিলিং স্টেশনটি অবরোধ করেছিলেন ক্ষুব্ধ অন্যান্য চালকরা। বুধবার বিকেলে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ সরিয়ে নেয় ট্রাক চালকরা।
জানা গেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পৌর এলাকার আক্কেলপুর ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরি হয়। এতে অন্যান্য ট্রাক চালকরা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টা থেকে ফিলিং স্টেশনটি অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন অতীতেও বেশ কয়েকটি ট্রাক থেকে ব্যাটারিসহ নানা মালামাল চুরি হয়েছে। পরে বিকেল ৪টায় পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে উভয়পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। ওই সময় পর্যন্ত ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকে।
চালকদের সাথে কথা বলে জানা গেছে, নিরাপত্তাহীনতার কারণে তাদের ট্রাক থেকে বিভিন্ন মালামাল চুরি হয়েছে। সর্বশেষ গতরাতে একটি ট্রাক চুরি হয়েছে। ফিলিং স্টেশনে নিরাপত্তা কর্মী নিয়োগ করার শর্তে অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে।
চুরি যাওয়া ট্রাক মালিক মশিউর রহমান বলেন, এই ফিলিং স্টেশন থেকে আমার ট্রাক চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছি। নিয়মিত নানা চুরির ঘটনায় ট্রাক চালকরা অবরোধ করেছিল।
আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, চুরির ঘটনায় চালকরা অবরোধ করেছিল। প্রশাসনের উপস্থিতিতে তাদের শর্ত অনুযায়ী আমি একজন নিরাপত্তাকর্মীর বেতন দিতে চেয়েছি। পরে তারা অবরোধ সরিয়ে নিয়েছে ।
জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) শেখ মোঃ জিন্নাহ আল মামুন
বলেন, সকলের উপস্থিতিতে উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। চুরি যাওয়া ট্রাক উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
মন্তব্য করুন