জয়পুরহাটের আক্কেলপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। পরে থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম মাতাপুর মিলনপাড়ার মো. দুলু মিয়া (৫০) ও মো. আতোয়ার হোসেন (৩৭), নওগাঁর বদলগাছি উপজেলার নুনুজ আটা পাড়ার মোহন (২১) এবং একই উপজেলার রাজপুর পাহাড়পুর গ্রামের মো. মামুনুর রশীদ (৪০)।
আজ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পশ্চিম মাতাপুরের মিলনপাড়ায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। জয়পুরহাট আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদের নেতৃত্বে এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল হোসেনের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৬৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা বিক্রির নগদ ৩৬ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযান পরিচালনার সময় থানা পুলিশ ঘটনাস্থলে ছিল। মালামাল জব্দ করে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন