জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ধাক্কায় জুলেখা বেগম (৫৫) নামের নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজারের ছানাউলের গোডাউনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম উপজেলা ধরঞ্জী গ্রামের মবেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, জুলেখা ও তার স্বামী মবেদ আলী বিভিন্ন গ্রামে ভিক্ষা করে জীবন নির্বাহ করেন। ঘটনার দিন রতনপুর বাজারের পশ্চিম পাশের বাড়ী থেকে তারা উভয়েই ভিক্ষা শেষে রাস্তা পার হয়ে পশ্চিম দিকের গ্রামে যাওয়ার সময় পাঁচবিবির দিক থেকে আসা একটি মোটরসাইকেল জুলেখাকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃক্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন